কানাইঘাটে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস উদযাপন

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

কানাইঘাটে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস উদযাপন

কানাইঘাট প্রতিনিধি :: আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় বীমা দিবস উদ্যাপন করা হয়েছে।

জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে বুধবার (১লা মার্চ) সকাল ১১টায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জোনাল অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বীমা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২টায় বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়ালের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট নির্মলেন্দু বাড়ৈ, কানাইঘাট অফিসের জোনাল ইনচার্জ এড. আব্দুল হাই, ফাইরষ্ট কোম্পানী লি: কানাইঘাট অফিসের ইনচার্জ আবুল কাসেম, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: কানাইঘাট অফিসের ইনচার্জ নজরুল ইসলাম, আলফা লাইফের ইনস্যুরেন্সের বিজিত রাম দাস, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এজিএম সুহেল আহমদ, অলিউর রহমান, সেলিনা আক্তার সেলি, জাকারিয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোয় প্রত্যেক পরিবারের সদস্যরা জন্মের পরই বীমার আওতাভূক্ত হয়। আমাদের জাতির পিতা এই মাসে ১৯৬০ সালে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানীতে যোগদান করেছিলেন। এ দিনটিকে স্মরণ রাখতে মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১লা মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সরকার দিবসটিকে এ ক্যাটাঘরিতে উন্নীত করেছে, যাতে করে আমরা সবাই বীমার আওতায় এসে আত্মনির্ভরশীল হয়ে ভবিষ্যতের জন্য স্বাবলম্বী হয়ে সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর ৪জন বীমা গ্রাহকের ১১ লক্ষ টাকার দাবী পরিশোধ করা হয়।