সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
খেলা ডেস্ক :: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার ও সিলেটের কৃতী সন্তান আবু জায়েদ রাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি করা করোনা টেস্টের জন্য নমুনা জমা দিয়েছিলেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় দলের পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহীর করোনা পজিটিভ। তাকে আইসোলেশনে রেখে কোভিড-১৯ গাইডলাইন অনুসারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে আবু জায়েদ চৌধুরী রাহীর সঙ্গে নমুনা দেয়া বাকি সকল ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ।
বুধবার বিকালে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বরের করোনা টেস্টে সবার ফল নেগেটিভ এসেছিল। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলন করেন। বাকি ১১ জনকে দূরে রাখা হয়। সেই ১১ জনসহ ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৭ জনের আরেক দফা করোনা টেস্টের জন্য ২২ সেপ্টেম্বর নমুনা নেওয়া হয়। একদিন পরই (আজ) তাদের রিপোর্ট এসেছে। তাতে শুধু রাহীর শরীর করোনাভাইরাস ধরা পড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি