জৈন্তাপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের কমিটি অনুমোদন

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

জৈন্তাপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের কমিটি অনুমোদন

জৈন্তাপুর প্রতিনিধি :: বাংলাদেশ হিন্দু পরিষদ এর সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সুজন চক্রবর্ত্তী কে সভাপতি, গোপাল বৈদ্য কে সাধারণ সম্পাদক, রুবেল দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলার আহবায়ক দ্বীপক রায় ও বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) প্রবাল দেবনাথ অপু এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি -প্রীতিরাজ দেব, মাহিন্দ্র সরকার, বিজেন বিশ্বাস, সন্জু দাস , যুগ্ম সাধারণ সম্পাদক -দিপেন্দ্র বিশ্বাস, সেবক দাস (কৃষ্ণ), রনবীর রায় রাজু, দোলন বৈদ্য, সুজন দেবনাথ, সহ সাংগঠনিক সম্পাদক -দিপন বিশ্বাস, কৃষ্ণ দেবনাথ, রবি বিশ্বাস, পলাশ দেবনাথ, দপ্তর সম্পাদক -শান্ত চন্দ, সহ-দপ্তর সম্পাদক-শিমুল দেবনাথ, প্রচার সম্পাদক-লিটন বিশ্বাস, সহ প্রচার সম্পাদক-মিঠুন দেব, সুদীপ দাস, সবুজ বৈদ্য, সাংস্কৃতিক সম্পাদক-লোকেশ বাড়াইক, সহ সাংস্কৃতিক সম্পাদক-দেবাশীষ বিশ্বাস, টিপলু কান্ত দেব, মান্না দাস, প্রীতিম চত্রুবর্তী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-অনিক দাস, সহথতথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক-সাগর দাস, রিদয় দাস, ধর্ম-বিষয়ক সম্পাদক -পলাশ দেবনাথ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক-আনন্দ সিং, জনি বৈদ্য, কার্যকরি সদস্য- নন্দন সিং, সবুজ রায় (সুবোধ), সৌরভ বর্ধন, নিলয় চন্দ, বিপ্লব দাস,সৌরভ বর্ধন,উত্তম কুমার দাস,প্রিয়ন বিশ্বাস,রিপন রাজগড়,রাজু বিশ্বাস,সবুজ রায়,শিপন দেবনাথ,আকাশ বৈদ্য,নেপুর দাস,জয় কর্মকার,রন্জু সিং,বিপ্লব বৈদ্য,প্রিতম দে,সন্তোষ বিশ্বাস।