সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :
আইপিএল শুরু হতে না হতেই দুঃসংবাদ এলো সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। গোড়ালির চোটের কারণে ছিটকে গেলেন দলটির অসি তারকা মিচেল মার্শ।
সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে বোলিং করতে গিয়ে গোড়ালিতে গুরুতর চোট পান এই অসি অলরাউন্ডার। টুর্নামেন্টে তার ফেরা নিয়ে শঙ্কা কাজ করছিল।
অবশেষে সেটিই সত্যি হলো। চোট গুরুতর হওয়ায় মার্শ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতি দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।
তবে মার্শের জায়গায় ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে ভেড়ানো হয়েছে বলেও জানিয়েছে দলটি।
সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘মিচেল মার্শ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা তার দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করি। তবে ২০২০ আইপিএল মার্শের পরিবর্তিত হিসেবে আমরা জেসন হোল্ডারকে দলে নিয়েছি।’
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ১০ রানে হেরেছে সানরাইজার্স।
শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ে পরিকল্পনায় ব্যস্ত দলটি।
তথ্যসূত্র: ক্রিকবাজ, টুইটার
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি