সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
স্পোর্টস ডেস্ক
ক্রিকেটে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার বলতেই কল্পনায় ভাসে সুদৃশ্য ক্রেস্ট বা ট্রফি, কিংবা মেডেল বা নগদ অর্থ। বড় বাজেটের টুর্নামেন্টে প্রতীকী চেকের পাতা তুলে দেয়া হয় ম্যাচ সেরার হাতে।
কিন্ত না এবার ঘটল অদ্ভুত ঘটনা। দুদার্ন্ত খেলে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে পুরস্কার পেলেন আড়াই কেজি ওজনের একটি মাছ। আর সেই মাছ ধরে ফটোসেশনও করলেন খেলোয়াড় ও আয়োজক সদস্যবৃন্দ।
এমন আজব ঘটনা ঘটেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারার তেকিপোরাতে অঞ্চলে।
ভারতের সংবাদমাধ্যম জানায়, তেকিপোরাতে স্থানীয় এক ক্রিকেট প্রতিযোগিতায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ হিসেবে প্রচলিত নিয়মের বাইরে চমকে দিয়েছেন আয়োজকরা। ম্যাচসেরা খেলোয়াড়কে তারা আড়াই কেজি ওজনের আস্ত একটি মাছ ধরিয়ে দেয়।
ঘটনাটি ছবিসহ নিজের টুইটার হ্যান্ডল শেয়ার করে ফিরদৌস হাসান নামের এক কাশ্মীরি লিখেছেন, ‘প্রতিযোগিতাকে জনপ্রিয় করতেই মাছ দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো এই মাঠকে খেলার যোগ্য করতে ক্রিকেটাররা নিজেদের পকেট থেকে টাকা দিয়েছেন।’
ফিরদৌস হাসানের ওই টুইটের পরই ভারতের সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি