সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
স্পোর্টস ডেস্ক :
প্রথম তিন ওভার শেষে দলের সংগ্রহ ৩ উইকেটে ৫ রান! দেবদূত পাড্ডিকাল, জশুয়া ফিলিপ ও বিরাট কোহলি সাজঘরে। আরও করতে হবে ২০৫ রান!
চোখ বুজেই অনেকে ধরে নিয়েছিল প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে নাস্তানাবুদ হবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
শুধ দেখার বাকি ছিল ব্যাঙ্গালুরু বড় দুই শক্তি অ্যারন ফিঞ্চ ও ডি ভিলিয়ার্সকে কত রানে প্যাকিং করা যায়।
তাদের ফেরাতে আরও ৫ ওভার অপেক্ষা করতে হয়েছে পাঞ্জাব বোলারদের। দলকে ৫৭ রান অবধি পৌঁছে দিয়েই সাজঘরে চলে যান এই দুই সেরা ব্যাটসম্যানও। ডি ভিলিয়ার্স করেছেন ২৮ আর ফিঞ্চের ব্যাট থেকে এসেছে ২১ রান।
দলের সর্বোচ্চ রান ওয়াশিংটন সুন্দরের। সেটা হলো ৩০। বাকিরা সবাই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। টপঅর্ডারের তিন ব্যাটসম্যান দেবদূত ও কোহলি করেছেন ১ রান করে। ফিলিপ ডাক মেরেছেন।
ব্যাটিংয়ে এমন পারফরম্যান্স নিয়ে আর যাই হোক, আইপিএল জেতা যায় না। পাঞ্জাবের দেয়া ২০৯ রানের টার্গেটে নেমে ১০৯ রানেই থেমে যায় বিরাট কোহলির দল।
ফল বৃহস্পতিবার রাতে দুবাইয়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৯৭ রানের বিশাল জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব।
পাঞ্জাবের ২০৯ রানের মধ্যে সেরা অবদান লোকেশ রাহুলের।
তিনি একা যা রান করেছেন ব্যাঙ্গালুরুর সবাই মিলে তা করেছেন। এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরিটা করলেন রাহুল।
৬৯ বলে ১৪ বাউন্ডারি আর ৭ ছক্কায় হার না মানা ১৩২ রান করেন রাহুল। তার দানবীয় ইনিংসে ভর করে ২০০ পার করা পুঁজি পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
ম্যাচশেষে বলায় যায়, রাহুল ঝড়ে উড়ে গেলেন বিরাট কোহলিরা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি