সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
অনলাইন ডেস্ক ::
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। সরকার নারীর ক্ষমতায়ন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে হলে নারীদের নতুন নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছে।
তিনি শুক্রবার সাঘাটা উপজেলার ভাংগামোড় নারী উন্নয়ন সমবায় সমিতির হলরুমে ‘উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন’ শীর্ষক এক নারী সমাবেশে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দীন জাহাঙ্গীর, জেলা সমবায় অফিসার ফেরদৌস রহমান, উপজেলা সমবায় অফিসার আবদুল কাফি সরকার, সাদুল্লাপুর সমবায় অফিসার আনিছুর রহমান, ভাংগামোড় নারী উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী পরিচালক সফিউল ইসলাম মন্ডল, ভরতখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুজাউল করিম, তাজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা।
পরে ডেপুটি স্পিকার জেলা সমবায় অধিদফতরের সহায়তায় ভাঙ্গামোড় কুখাতাইড় নারী উন্নয়ন সমবায় সমিতির ১শ’ নারীকে উন্নত জাতের গাভীপালন ও মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য প্রত্যেককে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা সুদ মুক্ত ঋণের চেক প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি