অর্থনীতির ভিত মজবুত করতে নারীদের সুযোগ করে দিতে হবে’

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

অর্থনীতির ভিত মজবুত করতে নারীদের সুযোগ করে দিতে হবে’

 

অনলাইন ডেস্ক ::
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। সরকার নারীর ক্ষমতায়ন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে হলে নারীদের নতুন নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছে।

তিনি শুক্রবার সাঘাটা উপজেলার ভাংগামোড় নারী উন্নয়ন সমবায় সমিতির হলরুমে ‘উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন’ শীর্ষক এক নারী সমাবেশে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দীন জাহাঙ্গীর, জেলা সমবায় অফিসার ফেরদৌস রহমান, উপজেলা সমবায় অফিসার আবদুল কাফি সরকার, সাদুল্লাপুর সমবায় অফিসার আনিছুর রহমান, ভাংগামোড় নারী উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী পরিচালক সফিউল ইসলাম মন্ডল, ভরতখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুজাউল করিম, তাজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা।

পরে ডেপুটি স্পিকার জেলা সমবায় অধিদফতরের সহায়তায় ভাঙ্গামোড় কুখাতাইড় নারী উন্নয়ন সমবায় সমিতির ১শ’ নারীকে উন্নত জাতের গাভীপালন ও মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য প্রত্যেককে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা সুদ মুক্ত ঋণের চেক প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ