আখালিয়ায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর, দু’জন আহত

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

আখালিয়ায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর, দু’জন আহত

নিজস্ব প্রতিবেদক:: সিলেট শহরতলীর আখালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

আজ শুক্রবার ৬টার দিকে আখালিয়া বিজিবির ৩নং গেইটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ উদ্দিন (২২) আখালিয়া ধানুহাটারপার গ্রামের রানা মিয়ার করোলীন জসিম উদ্দিনের পুত্র। আহতরা হলেন, ধানুহাটার পার কিতাব আলীর পুত্র রাশেদুল (১৫) ও মৃত রহমত আলীর পুত্র আলী হোসেন (১৮)।

জানা যায়, নিহত ফরিদ, আহত রাশেদুল ও আলী হোসেন তারা ৩ বন্ধু শাবিতে যাওয়ার জন্য বাইক নিয়ে বাহির হন। আখালিয়া বিজিবি’র ৩নং গেইটের সামনে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে তারা পড়ে যান। এসময় মোটরসাইকেলে থাকা তারা ৩ বন্ধুই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে আসেন।

ওসমানী হাসপাতালে নিয়ে আসার পর কতর্ব্যরত চিকিৎসক ফরিদ উদ্দিনকে মৃত ঘোষনা করেন। বাকী ২ বন্ধু ৩ তলা ১১ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এসএমপির জালালাবাদ থানার এসআই শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনি ওসমানী হাসপাতালে গিয়ে আহতদের পরিদর্শন করেছেন। আহত ৩ জনের মধ্যে ফরিদ মারা গেছেন। বাকী দুজন চিকিৎসাধীন রয়েছে।