আমিরাতে ঘরোয়া অনুষ্ঠান নিষেধ

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

আমিরাতে ঘরোয়া অনুষ্ঠান নিষেধ

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে চলছে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।

জুনে সংক্রমণ কমে যাওয়ায় জনজীবনে কিছুটা স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছিল। কিন্তু আমিরাত সরকারের দেয়া বিধিনিষেধ সাধারণ জনগণ শতভাগ না মানায় পুনরায় শনাক্ত বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি স্থানীয় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে আবুধাবি স্বাস্থ্য অধিদফতর সরাসরি বলেছে, ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে কোনো প্রকার জনসমাগম করা যাবে না।

অনলাইনে টেলিকনফারেন্সে অনুষ্ঠান করার আহ্বান জানান হয়েছে। সম্প্রতি একজন আর্টিস্ট দুটি রেস্টুরেন্টে তার জন্মদিন পালন করায় আমিরাতের আইনি ধারা ২০২০ এর ১৭ ও ৩৮ অনুযায়ী আয়োজককে ১০ হাজার দিরহাম ও আগত অতিথিদের ৫ হাজার করে জরিমানা করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন বাসা বাড়িতে অনুষ্ঠান পণ্ড করে জরিমানা করার খবর পাওয়া গিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ