সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ, সাংবাদিক মহিউদ্দিন শীরু’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর)বিকালে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও কলেজের ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক ইমরুল কায়েস মৃধার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক।
আলোচনা সভায় অংশ নেন বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, সহকারী অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, সহকারী অধ্যাপক নন্দা দে, সহকারী অধ্যাপক প্রনয় কুমার পাল, সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সিনিয়র প্রভাষক অমিতা দাস, প্রভাষক কৃষ্ণা দেব, প্রভাষকসাথী রানী দাস, প্রভাষক মিহির রঞ্জন তালুকদার প্রমুখ।
আলোচনা সভার শুরুতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া আসরের নামাজের পর কলেজ সংলগ্ন ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পালন করা হয়।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী বলেন, মহিউদ্দিন শীরুর কর্মময় জীবন আমাদের আগামী চলার পথ সহায়ক হিসেবে কাজ করবে। কলেজের প্রতিটি স্তরে তিনির স্মৃতি আজীবন স্মরনীয় হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি