আফ্রিকার যে দুই দেশে করোনায় কেউ মারা যায়নি

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

আফ্রিকার যে দুই দেশে করোনায় কেউ মারা যায়নি

অনলাইন ডেস্ক :; আফ্রিকার দেশ নামিবিয়া ও লেসোথোতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

মার্চের শুরু থেকে কঠিন লকডাউন চালু থাকায় এবং সব সীমানাসহ আন্তর্জাতিক ফ্লাইট যোগাযোগ বন্ধ থাকায় করোনার মহামারীতে আক্রান্ত হয়নি আফ্রিকার এ দুটি দেশ।

নামিবিয়ায় বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। যার মধ্যে ১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং বাকি ২০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ৩৯ জনের মধ্যে বুধবার পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

দেশটির স্বাস্থ্য অধিদফতর বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন, নামিবিয়া সরকার করোনার শুরু থেকে যথেষ্ট সচেতন। তাই পুরো দেশে এখন পর্যন্ত কঠিন লকডাউন চালু থাকায় করোনা আক্রান্তের হার একেবারে কম।

অপরদিকে দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ লেসোথোতে বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মাত্র চারজন। এরমধ্যে দুইজন সুস্থ হয়েছেন, বাকি দুইজন এখনও চিকিৎসাধীন।

মার্চের শুরু থেকে দেশটিতে সম্পূর্ণ লকডাউন চলছে। এখন পর্যন্ত সব সীমানা ও আর্ন্তজাতিক রুটে ফ্লাইট যোগাযোগ বন্ধ রয়েছে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ