এমসি কলেজে ছাত্রলীগ নেতাদের দ্বারা সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

এমসি কলেজে ছাত্রলীগ নেতাদের দ্বারা সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলার উদ্যোগে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা। আজ বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বন্দর সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশে ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস ,এমসি কলেজ শাখার আহবায়ক সাদিয়া নোশিন তাসনিম, সিলেট মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় শর্মা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এম সি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নিঠু তালুকদার,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এমসি কলেজের সংগঠক দিপংকর শর্মা প্রমুখ।
বক্তারা বলেন,সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম সি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় কলেজকে কালিমালিপ্ত করা হয়েছে। দেশে প্রতিনিয়ত ঘটা ধর্ষণের সাথে জড়িতদের বিচার না হওয়ায় গতকালকে আবারো তার পুনরাবৃত্তি হল।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রশাসনের দায়িত্বহীনতার সমালোচনা করে ধর্ষণের সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের অবিলম্বে গ্রেফতার করে বিচার দাবি করা হয়। সমাবেশ থেকে আগামীকাল ২৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ এবং ২৯সেপ্টেম্বর বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ