সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
অনলাইন ডেস্ক : প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলার উদ্যোগে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা। আজ বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বন্দর সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশে ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস ,এমসি কলেজ শাখার আহবায়ক সাদিয়া নোশিন তাসনিম, সিলেট মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় শর্মা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এম সি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নিঠু তালুকদার,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এমসি কলেজের সংগঠক দিপংকর শর্মা প্রমুখ।
বক্তারা বলেন,সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম সি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় কলেজকে কালিমালিপ্ত করা হয়েছে। দেশে প্রতিনিয়ত ঘটা ধর্ষণের সাথে জড়িতদের বিচার না হওয়ায় গতকালকে আবারো তার পুনরাবৃত্তি হল।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রশাসনের দায়িত্বহীনতার সমালোচনা করে ধর্ষণের সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের অবিলম্বে গ্রেফতার করে বিচার দাবি করা হয়। সমাবেশ থেকে আগামীকাল ২৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ এবং ২৯সেপ্টেম্বর বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি