মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী ু-জন প্রার্থীরাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইর কাজ শেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিছবাহুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এ রহিম (সিআইপি)। তাদের দুুজনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন

মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৩ অক্টোবর’২০ । স্বতন্ত্র প্রার্থী সাবেক ব্রিটিশ কাউন্সিলার এম.এ রহিম এর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিছবাহুর রহমান এর ভোটের মাঠে লড়াই করতে হবে।

কে হাসবেন বিজয়ের হাসি সেজন্য ২০শে অক্টোবর পর্যন্ত মৌলভীবাজারবাসী অপেক্ষা করতে হবে। জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬জন। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে আগামী ২০ অক্টোবর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ