সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩
পবিত্র রমজান উপলক্ষে কয়েকশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চৌধুরী ফাউন্ডেশন
প্রেস বিজ্ঞপ্তি :: পবিত্র রমজান উপলক্ষে গরীব, দুস্থ ও কর্মহীন প্রায় কয়েকশত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন চৌধুরী ফাউন্ডেশন। আজ (১৬ই মার্চ) শনিবার ছাতক উপজেলার দোয়ালী বান্দের বাজার উলোকান্দি লামাগাও এলাকায় ফাউন্ডেশনের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও জগন্নাথপুর, শেরপুর, ওসমানী নগরসহ বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হচ্ছে-চাল, চিনি, ডাল, আটা, লবন, তেল, ছোলা, আলু, পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ সানাওয়ার এবং মিসেস নাসিমা চৌধুরী, খাশিল্লা, আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা অসিত কুমার দাশ, ৪ নং মান্নার গাও ইউপির সাবেক চ্যায়াম্যন আবু হেনা আজিজ, বুগলা ইউপির সাবেক চ্যায়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, দোয়ারা বাজার সদর ইউপির ১ নং,ওয়ার্ড সদস্য জুয়েল মিয়া, মান্নার গাও ইউপির ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা সদস্য লাভলি বেগম, মান্নার গাও ইউপির ৩ নংওয়ার্ড সদস্য বাবু ওজিত চন্দ্র দাস, মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বক্তব্য বলেন
পবিত্র রমজান মাসে কর্মহীন গরিব অসহায় মানুষ পরিবার পরিজন নিয়ে চরম সংকটে দিন পার করে। তাদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। তা না হলে এ মানুষগুলো আরো বেশি অসহায় হয়ে পড়বে। মানুষের দু:সময়ে মানুষকেই পাশে দাঁড়াতে হবে। সামর্থ্যবানরা সহযোগিতার হাত বাড়িয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে হবে। পবিত্র রমজান আমাদের সেই শিক্ষাই দেয় এবং আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিকের উপর রোজা ভঙ্গ করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি