বাংলাদেশ সিভিল সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

বাংলাদেশ সিভিল সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর লা মেরিডিয়ানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরিন সম্পদ বিভাগের সিনিয়র সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশনের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহমুদুজ্জামান প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ মো. মুহতাসিবুর রহমান খান কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সাধারণ সভার সমাপ্তি ঘটে।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ