মরহুম অধ্যাপক মজিবুর রহমান কামালীর স্মরণে ঈসালে সাওয়াব মাহফিল

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

মরহুম অধ্যাপক মজিবুর রহমান কামালীর স্মরণে ঈসালে সাওয়াব মাহফিল

গোয়াইনঘাট প্রতিনিধি :: মরহুম অধ্যক্ষ মুজিবুর রহমান কামালী’র জ্ঞানগর্ভ পাঠদান ও যোগ্য নেতৃত্ব আমাদের মুগ্ধ করতো।
-হাফিয মোঃ সদর উদ্দিন
গোয়াইনঘাট উপজেলার অন্যতম শ্রেষ্ট বিদ্যাপিঠ আঙ্গারজুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মুজিবুর রহমান কামালী (রহঃ) এর ইসালে সওয়াব মাহফিল আগামি ২রা অক্টোবর রোজ শুক্রবার । মরহুম অধ্যক্ষ কামালী ছিলেন হাজারো ছাত্রদের শীরতাজ ও পদপ্রদর্শক। হাজারো ছাত্রছাত্রী তার ছোঁয়ায় হয়েছেন শ্রেষ্ট। মেধাবী মানুষ গড়ার কারিগর অধ্যক্ষ কালামী রহঃ কাজ করেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দ্বীনের খেদমতে। নিরলস পরিশ্রম, যোগ্য নেতৃত্ব, জ্ঞানগর্ভ পাঠদান সবাইকে মুগ্ধ করেছিল। তিনি আপন ব্যবহার ও চরিত্র দিয়ে নিজেকে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে। তিনি ছিলেন একজন সাহসি অগ্রনেতা সাহসি শিক্ষক ও কোমল হৃদয়ের অধিকারী। নিজ হাতে ছাত্রছাত্রীদের গড়ে তুলেছেন, দিয়েছেন জীবনের সবটুকু অর্জন। তিনি সকলের হৃদয়ের গহীনে ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ।
অধ্যক্ষ মুজিবুর রহমান কামালী রহঃ স্মরণে ঈসালে সওয়াব মাহফিলে আগামি ২রা অক্টোবর রোজ শুক্রবার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা আব্দুল আহাদ জিহাদি। এতে সকলের উপস্থিতি কামনা করা হচ্ছে ।