মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের পদচারণায় মুখরিত নওয়াগাওঁ

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের পদচারণায় মুখরিত নওয়াগাওঁ

গোয়াইনঘাট প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোর অন্যতম হচ্ছে আশ্রয়ন প্রকল্প- ২। উক্ত প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাওঁ আশ্রয়ন প্রকল্পটি। বুধবার (২২মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পটির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নওয়াগাওঁ আশ্রয়ন প্রকল্পের আওতায় ১০০টি গৃহ ও ভূমিহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ নতুন ঘরের চাবি উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে নওয়াগাওঁ আশ্রয়ন প্রকল্পসহ দেশের আরও ৩ টি প্রকল্পের আওতাধীন পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান করবেন প্রধানমন্ত্রী।

এদিকে নওয়াগাওঁ আশ্রয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ১০০টি পরিবারে ঈদের আনন্দ বিরাজ করছে। প্রকল্প এলাকার সীমানা ও স্থান নির্ধারণ থেকে শুরু করে মাটি ভরাট, ঘরের নির্মাণকাজ, সুপেয় পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগসহ প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি, গোয়াইনঘাট উপজেলার সাবেক নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, নাজমুস সাকিব, বর্তমান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সাবেক সহকারী কমিশনার (ভূমি) এ.কে. নুর হোসেন নির্ঝর, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সালুটিকর ইউনিয়ন ভুমি অফিসের উপসহকারী ভুমি কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিনসহ সংশ্লিষ্ট আরও অনেকেই বিগত দুই বছর যাবত নিজ অবস্থান থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি প্রায় প্রতি মাসে একাধিকবার নওয়াগাওঁ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতি সপ্তাহে পরিদর্শন ও প্রকল্পের কাজ বাস্তবায়নে যথাযথ তদারকি করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ ও নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল উক্ত প্রকল্প দেশে একটি মডেল প্রকল্পে রুপান্তর করার লক্ষ্য নিয়ে দিবারাত্রি কাজ করছেন।

এছাড়াও সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও সিলেটের অতিরিক্ত ডিআইজি, সাবেক জেলা প্রশাসক এম, কাজী এমদাদুল ইসলাম, বর্তমান জেলা প্রশাসক মজিবুর রহমানসহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ভিন্ন সময়ে পরিদর্শন করছেন।

সর্বশেষ প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠান ও সরকারি কর্মসূচি সফল করতে শেষ প্রস্তুতি গ্রহনে সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টানা ১ সপ্তাহ সকাল থেকে গভীর রাত পর্যন্ত সশরীরে উপস্থিত থেকে প্রকল্পটি উদ্বোধনযোগ্য করে তুলেছেন। এছাড়াও গত ৪-৫ দিন ধরে সকাল থেকে রাতভর উক্ত প্রকল্পের শেষ প্রস্তুতিতে সময় দিচ্ছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মজিবুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনামুল কবির, সিলেট জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, সিলেট পল্লীবিদ্যু-২ এর জেনারেল ম্যানেজার সঞ্জীব কুমার রায়, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ ও নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মঙ্গলবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় প্রকল্পটি পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। নওয়াগাওঁ আশ্রয়ন প্রকল্পটি বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা অনন্য কাজ করেছেন। প্রতিটি গৃহ নির্মাণে পিলারে দেওয়া হয়েছে রড। ফ্লোর করা হয়েছে আরসিসি ঢালাই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ