জাতীয় দলে ডাক পেলেন হবিগঞ্জের অনিক

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

জাতীয় দলে ডাক পেলেন হবিগঞ্জের অনিক

হবিগঞ্জ প্রতিনিধি :: সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) শেষ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচে লড়বে দুই দল। সব শেষে ঢাকার মিরপুরে ৪ এপ্রিল শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার (২২ মার্চ) সিলেটে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজের ডাক পেয়েছেন হবিগঞ্জের জাকের আলী অনিক। সিরিজটির মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষে জাতীয় দলে খেলার সুযোগ হচ্ছে তার। জাকেরের সঙ্গে নতুন হিসেবে ডাক পেয়েছেন রিশাদ হোসেন।

এদিকে, দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তৃতীয় ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। অপরদিকে, নতুন করে বাদ দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। একইসঙ্গে সবশেষ ইংল্যান্ড সিরিজের দলে থাকা তানভীর ইসলাম এবং রেজাউর রহমান রাজাও শেষ টি-টোয়েন্টির দল থেকে পড়েছেন।

টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।

উল্লেখ্য, জাকির আলী অনিক হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শওকত আলীর ছেলে। অনিক ২০১০ সালে বিকেএসপিতে সপ্তম শ্রেণিতে সুযোগ লাভ করে। পরে জাতীয় অনুর্ধ্ব ১৫ ও ১৭ দলে স্থান করে নেয়। ২০১৬ সালে প্রথমবারের মত সুযোগ পেয়েই জ্বলে উঠে হবিগঞ্জের এই কৃতিসন্তান। তার কাঁধে ভর দিয়েই ওই সময় যুব বিশ্বকাপে সেরা সাফল্য দেখায় বাংলাদেশ। অনেক সময় ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে প্রতিপক্ষ বোলাদের উপর রীতিমতো তান্ডব চালান অনিক।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ