সাংস্কৃতিক সমাবেশে ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের বিচার দাবি

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

সাংস্কৃতিক সমাবেশে ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের বিচার দাবি

অনলাইন ডেস্ক :
সিলেট এম.সি কলেজ ছাত্রাবাসে বর্বরোচিত ও ন্যাক্কারজনক গণধর্ষণের ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের বিচার দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট টানা ২য় দিন নাটক, সংগীত, কবিতায় গণধর্ষণকারীদের বিচার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করে।

সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী।

নাট্য পরিষদের সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে ধর্ষণবিরোধী নাটক ‘রেফারী’ মঞ্চস্থ করে নগরনাট সিলেট। এছাড়া গণসংগীত পরিবেশন করেন উদীচি শিল্পীগোষ্ঠী, সিলেট’র অংশুমান দত্ত অঞ্জন, আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহ-সভাপতি বিশিষ্ট বাচিকশিল্পী মোকাদ্দেছ বাবুল, সংগীত পরিবেশন করেন অন্বেষা শিল্পী গোষ্ঠী, সিলেট, আবৃত্তি করেন থিয়েটার মূরারীচাঁদের হাসান আল-মাসুম, শাবিপ্রবি’র শিক্ষার্থী তালহা তাহসিন, নাট্যকর্মী অনুপ সরকার।

প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সিলেটের ঐতিহ্যবাহী এম.সি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গণধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া সমাবেশে বক্তারা ধর্ষণকারীদের মদদদাতা ও ব্যর্থ কলেজ প্রশাসনের উদাসীনতার কারণে সরকারের কাছে এই বর্বরতম ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।

প্রতিবাদি সমাবেশ থেকে দেশের অন্যান্য স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তারা অপরাধীদের ধরতে পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করে ধর্ষণকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিতে তৎপর থাকার অনুরোধ জানান।