সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩
অনলাইন ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দেশসেরা ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে মোহামেডানকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম।
এতে ৪ ম্যাচ খেলে সবগুলোতেই জিতলো প্রাইম ব্যাংক। পক্ষান্তরে ৪ ম্যাচে ৩ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে মোহামেডানের।
এর আগে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় মোহামেডান। দলের পক্ষে ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন ৪১, শুভাগত হোম ২৬, অনুস্তুপ মজুমদার ২৫ ও অধিনায়ক ইমরুল কায়েস ২২ রান করেন।
প্রাইম ব্যাংকের নাসির হোসেন ৩টি, রুবেল হোসেন-রেজাউর রহমান রাজা ২টি করে উইকেট নেন।
২০০ রানের জবাবে প্রাইম ব্যাংককে ৭৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ও অধিনায়ক মোহাম্মদ মিথুন। ৩৬ বলে ৩১ রান করে আউট হন মিথুন। এরপর নাসির-ইয়াসির আলি ১ রানে বিদায় নেন। এতে ৮৩ রানে ৩ উইকেট হারায় প্রাইম ব্যাংক।
তবে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১১৯ রান যোগ করে প্রাইম ব্যাংকের জয় নিশ্চিত করেন তামিম ও মুশফিকুর রহিম। সেঞ্চুরি তুলে ১২টি চারে ১৫৬ বল খেলে অপরাজিত ১০৯ রান করেন তামিম। ২টি চারে ৫৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন পাঁচ নম্বরে নামা মুশফিক।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি