ধর্ষণ মামলায় ৫ দিনের রিমান্ডে আইনুদ্দিন-রনি-রাজন

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

ধর্ষণ মামলায় ৫ দিনের রিমান্ডে আইনুদ্দিন-রনি-রাজন

নিজস্ব প্রতিবেদক :: এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ৩জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধর্ষণ মামলার এজহারভুক্ত আসামী মাহবুবুর রহমান রনি, সন্দিগ্ধ আসামী রাজন ও আইনুদ্দিনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করা হয়।

শুনানীর পর আদালতের বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি তদন্ত আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে রিমান্ড শুনানীকালে আসামীদের পক্ষে কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের এপিপি খোকন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।