ফুলপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শান্ত (২০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শান্ত ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা (ইন্দিরাপাড়) গ্রামের সাইদুল হকের ছেলে ও ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা যায়, শান্ত ফুলপুর বাসস্ট্যান্ডে ইফতার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে ফায়ার সার্ভিস অফিসের সামনে কাঠভর্তি একটি লরির সাথে ধাক্কা খায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

ফুলপুর থানার এসআই জহিরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে এসআই জহির জানান, শান্তর লাশ বাড়িতে আনা হয়েছে। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তার পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে কাজিয়াকান্দা কামিল মাদ্রসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আঞ্জুমান কবরস্থানে দাফন করা হবে।

বিডিপ্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ