জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন নির্বাচনে বিভিন্ন পদে ৩৯ জনের মনোনয়পত্র সংগ্রহ এর মধ্যে জমা দেওয়ার শেষ দিন ২অক্টোবর শুক্রবার পর্যন্ত ৩৭ জন প্রার্থী বিভিন্ন পদে তাদের মনোয়ণপত্র দাখিল করেছেন। আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন। সিলেটের জৈন্তাপুর উপজেলা সহ প্রায় ৪টি উপজেলা নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজিঃ নং ১৯০৯ এর ত্রি-বার্ষিক উপলক্ষে মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সভাপতি ও সম্পাদক পদপ্রার্থী সহ মোট ৩৭জন তাদের সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছেন। উল্লেখ্য বিগত ২০১৫ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলেও সংগঠনের বিভিন্ন জটিলতা সহ সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের কারনে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আগামী ২০ অক্টোবর বৃহত্তর এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন ইতোপূর্বে তপশীল ঘোষণা করেছে। ১লা অক্টোবর সকাল থেকে ২রা অক্টোবর বিকাল পর্যন্ত জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ কামাল আহমদের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। মোট ১০টি পদের বিপরীতে যারা মনোনয়ন পত্র দাখিল করেন তারা হলেন সভাপতি পদে সাবেক সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আকবর আলী, এনামুল হক, জমির মোল্লা, সহ-সভাপতি পদে সমছুর উদ্দিন, শাহাব উদ্দিন, জামাল উদ্দিন, জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক- আব্দুর রব,ও শ্রমিক নেতা আব্দুর রব, সহ-সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ, আজিজুর রহমান, মাজেদুল হক মজিদ, সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে সুনু মিয়া, রিয়াকত আলী, দপ্তর সম্পাদক পদে হাবিব আহমদ, ত্রুীড়া সম্পাদক পদে শাহজান আহমদ, জামিল আহমদ, হেলাল আহমদ, প্রচার সম্পাদক পদে আব্দুস শুকুর, আনিছ উদ্দিন, সোহেল আহমদ, কোষাধ্যক্ষ পদে জামাল উদ্দিন মোস্তফা মিয়া, সদস্য পদে অদুদ মিয়া, আব্দুল হান্নান, ফরিদ উদ্দিন, দলাই মিয়া, মোঃ আব্দুল্লাহ, ইসমাইল আলী নেখই, শাহাজান, ফরিদ মিয়া, লুৎফুর রহমান।