দরিদ্র ব্যক্তিকে অটোরিকশা দিলো বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

দরিদ্র ব্যক্তিকে অটোরিকশা দিলো বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন

ডেস্ক রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের বাঘরখলায় ‘বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন’র পক্ষ থেকে এক দরিদ্র ব্যক্তিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে।

ইউএসএ-ভিত্তিক মুসলিম এই অর্গানাইজেশনটি বাঘরখলা গ্রামের মো. নজরুল মিয়াকে অটোরিকশা দিয়ে সহায়তা প্রদান করে।

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন-এর উপদেষ্টা ও ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল, ফাউন্ডেশনের সভাপতি শাহ উবায়দুল হক ও সদস্যবৃন্দ।অনুষ্ঠানে মো. নজরুল মিয়ার হাতে অটোরিকশার চাবি তুলে দেন প্রধান অতিথি।