সিলেট মোবাইল পাঠাগারের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩

সিলেট মোবাইল পাঠাগারের ইফতার মাহফিল সম্পন্ন

সত্যের বীজ রোপন কর বটবৃক্ষের মত ছায়া দেবে: দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি :: সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, ‘সত্যের বীজ রোপন কর, বটবৃক্ষের মত ছায়া দেবে।’ তিনি গত ১৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬.২০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা) উদ্যোগে আয়োজিত রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক ও ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম মহিউদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, সিলেট মোবাইল পাঠাগারের সচিব ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মোবাইল পাঠাগারের সহসাধারন সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, যুগ্ম সম্পাদক প্রভাষক হেলাল হাম্মাম, কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ তাহের, পাঠাগার সম্পাদক অরুপ নাগ, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, জালালাবাদ গ্যাস, সিলেটের সহকারী ব্যাবস্থাপক মোহাম্মদ মফিক আলী।

মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঔপন্যাসিক সিরাজুল হক, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক সৈয়দ রেজাউল হক, প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেনন, ছড়াকার কবির আশরাফ, প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ, কবি আব্দুস সোবহান আজাদ, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কবি মকসুদ আহমদ লাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন ছড়াকার ফতহুল করিম হাসান।

অনুষ্ঠান শেষে, সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট মনোনীত হওয়ায় সিলেট মোবাইল পাঠাগারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ