সাগরনাল চা বাগান থেকে বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

সাগরনাল চা বাগান থেকে বিদেশি পিস্তল উদ্ধার

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজার জেলার জুড়ী থানার উত্তর সাগরনাল চা বাগানের পাহাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৭ টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল মৌলভীবাজার জেলার জুড়ী থানার উত্তর সাগরনাল চা বাগানের পাহাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেন। তবে পিস্তলের বাহককে আটক করতে সক্ষম হয়নি র‌্যাব। পরে সেই পিস্তলটি পরিত্যক্ত হিসেবে জুড়ী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।