সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩
অনলাইন ডেস্ক
কথার লড়াই বেশ জমেছিল। দেশের ক্রিকেট বোর্ড আর ফুটবল ফেডারেশনের দুই কর্তা একে অপরকে কড়া সুরেই একহাত নিয়েছিলেন।
অর্থের অভাবে নারী ফুটবলারদের অলিম্পিক বাছাইপর্বে খেলতে মিয়ানমারে পাঠাতে পারেনি কাজী সালাউদ্দিনের বাফুফে। সে নিয়ে কথা বলতেই গিয়েই প্রধানমন্ত্রীর ফোনের প্রসঙ্গ টেনে বিসিবি বস নাজমুল হাসান পাপনকে খোঁচা দিয়ে বসেন সালাউদ্দিন। পরবর্তীতে পাপনও বলেন, দেশের মুখে চুনকালি মেখেছে কাজীর এই আচরণ। এরপরই ১৪ এপ্রিল আর্থিক অনিয়ম ও নথিপত্র জালিয়াতির দায়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির সভাপতির কাছে সে বিষয়েই প্রতিক্রিয়া জানতে চান সংবাদকর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবার বেশ সংযমী পাপন। তিনি বলেছেন, ‘নো কমেন্ট। ক্রিকেটের বাইরে কোনো বিষয়ে ইন্টারেস্ট নেই।’
উত্তর না দেওয়া প্রসঙ্গে পাপন বলেন, ‘আমি নিশ্চিত বাফুফেতে যারা আছেন, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আছে, নিশ্চয়ই তারা এটা নিয়ে দেখছে। এখনই এটা নিয়ে মন্তব্য করা আগাম হয়ে যায়।’
আর আগের ক্ষোভ হিসেবে পাপন বলেছেন, ‘আমার সেদিনের জবাবটা ছিল, ক্ষোভ থেকে। অনেকে মনে করে আমাকে নিয়ে কিছু বলেছিল সেটা না, মূল ক্ষোভ ছিল মেয়েরা যেতে না পারার বিষয়টি নিয়ে। ওইটা তো শেষ। ওখানে এখন কী হচ্ছে, সেটা আমি জানি না। এটা নিয়ে কথা বলতে হলে জানতে হবে, দেখতে হবে। সেটির সময়ও আমার নেই।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি