সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আগামী ৪৮ ঘণ্টা খুবই ‘বিপজ্জনক’ বলে মনে করছেন তার চিকিৎসকরা।
তারা জানান, ট্রাম্পকে সাত রকমের ওষুধ দেয়া হচ্ছে। হাসপাতাল থেকেই প্রশাসনিক কাজ সারছেন তিনি। তার জ্বর নেই। অক্সিজেন সাপোর্টও খুলে দেয়া হয়েছে। তবে তিনি এখনও ঝুঁকিমুক্ত নন।
মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শুক্রবার থেকে চিকিৎসাধীন ট্রাম্প। শনিবার হাসপাতাল থেকেই এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আগের চেয়ে ভালো আছি, শিগগিরই ফিরব। তবে মনে হচ্ছে আসল পরীক্ষা সামনে।’
তিনি জানান, ফার্স্ট লেডি মেলানিয়াও আগের চেয়ে সুস্থ বোধ করছেন। তিনি হোয়াইট হাউসে আছেন। খবর বিসিসি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।
টুইটারে প্রকাশ করা ভিডিওতে ট্রাম্পকে নীল রঙের একটি জ্যাকেট ও একটি সাদা শার্ট পরা অবস্থায় দেখা যায়। এ সময় তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল।
ভিডিওতে ট্রাম্প বলেন, শুক্রবার যখন হাসপাতালে আসেন, তখন ‘তেমন ভালো বোধ করছিলেন না’, তবে এখন ‘অনেকটা ভালো বোধ’ করছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পেছনে রেখে গোল একটি টেবিল সামনে নিয়ে বসেন ট্রাম্প। তিনি বলেন, আগামী কয়েক দিনে, সত্যিকার পরীক্ষাটি হবে বলে আমার ধারণা, তাই আগামী কয়েক দিনে কী ঘটে তা দেখব আমরা।
৪ মিনিটের ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাকে হোয়াইট হাউস থেকেই চিকিৎসা নেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এতে ভুল বার্তা যাবে বলে তিনি মনে করেছেন। আমেরিকা বিশ্বের সবচেয়ে মহান দেশ, সবচেয়ে শক্তিশালী দেশ। এ কারণেই তিনি এমন করতে পারেন না।
ট্রাম্প বলেন, আমি নিজেকে একটি কক্ষে আবদ্ধ রাখতে পারি না। যা হওয়ার তা হবে, একজন নেতা হিসেবে সমস্যা মোকাবেলা করতে হবে। তিনি বলেন, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ভালো বোধ করছেন। তিনি হোয়াইট হাউসেই আছেন।
হাসপাতালের চিকিৎসকদের প্রশংসাও করেছেন ট্রাম্প। এ ছাড়া সারা বিশ্বের নেতারা, যারা তাকে সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে ট্রাম্পের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে নাগরিকদের মধ্যে।
কিন্তু প্রশাসনের কর্মকর্তারা প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন রকম তথ্য প্রকাশ করায় তিনি ঠিক কতটা অসুস্থ তা নিয়ে অস্পষ্টতা তৈরি হচ্ছিল। পরে ট্রাম্প নিজেই ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানান।
শনিবার সকালে হোয়াইট হাউসের এক দল চিকিৎসক জানান, ট্রাম্পের পরিস্থিতির উন্নতি হচ্ছে, আর তিনি ইতোমধ্যে হোয়াইট হাউসে ফিরে আসা নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছেন।
একজন চিকিৎসক বলেন, ট্রাম্প তাদের বলেছেন, তার মনে হচ্ছে, তিনি হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে যেতে পারবেন।
এর কয়েক মিনিটের মধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস সাংবাদিকদের ভিন্ন কথা বলেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় প্রেসিডেন্টের শারীরিক অবস্থা খুব উদ্বেগজনক ছিল এবং তার চিকিৎসার দিক থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সংকটজনক হতে পারে। তিনি এখনও পুরোপুরি সুস্থ হওয়ার সুস্পষ্ট পথে নেই। ঝুঁকিমুক্ত নন তিনি।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তার বলার ভঙ্গি পাল্টে যায়, রয়টার্সকে তিনি বলেন ট্রাম্প ‘খুব ভালো’ আছেন এবং ‘চিকিৎসকরা তার উন্নতিতে অত্যন্ত সন্তুষ্ট।’
নিজের মন্তব্যের এ পরস্পর বিরোধিতার কোনো ব্যাখ্যা দেননি মিডোস। ট্রাম্পের একজন উপদেষ্টা পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মিডোসের প্রথম মন্তব্য জানার পর প্রেসিডেন্ট খুশি হতে পারেননি। তাই তিনি তার বক্তব্য পাল্টেছেন।
প্রশাসনের কর্মকর্তারা প্রেসিডেন্টের ওয়ালটার রিডে যাওয়ার বিষয়টিকে ‘সতর্কতামূলক’ ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন, আর হাসপাতালে ট্রাম্পকে কয়েকদিন থাকতে হতে পারে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি