‘এই জয়ের কৃতিত্ব ভোটারদের’

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

‘এই জয়ের কৃতিত্ব ভোটারদের’

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য শেষ হওয়া নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন।

চতুর্থবারের মত নির্বাচিত হয়ে এ কিংবদন্তি ফুটবলার বলেছেন, এই জয়ের কৃতিত্ব কেবল ভোটারদের। কারণ নির্বাচনের আগে অনেকেই অনেক কিছু বলেছেন। এই ভোটের মাধ্যমে সমালোচকরা তারজবাব পেয়েছেন। প্যানেলের পক্ষ থেকে ভোটারদের ধন্যবাদ জানান সালাউদ্দিন।

তিনি আরও বলেছেন, বিগত ১২ বছর ধরে ফুটবলকে মাঠের মধ্যেই রেখেছি। এই সময় কোনোলিগ বা ম্যাচ বাদ পড়েনি। ফুটবলের সঙ্গে সরাসরি যুক্ত খেলোয়াড় ও কাউন্সিলররা আমাকে সমর্থন দেয়ার কারণ নিয়মিত ফুটবলের আয়োজন করেছি।

বাফুফে সভাপতি আরও বলেছেন, ফুটবলের জন্য আমি সঠিক কাজটি করছি বলেই বর্তমান খেলোয়াড়রা আমার পক্ষ নিয়েছেন।

শনিবারসোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে ৯৪ ভোট পেয়ে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র এক ভোট।

৯১ ভোট নিয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মোর্শেদী এমপি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ