সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে গাড়ি নিয়ে বেরিয়ে সমালোচনার মুখে পড়েছেন করোনাভাইরাসে সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সময় রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসুস্থতার মধ্যেই বাইরে এসে সবাইকে চমকে দিয়েছেন। খবর আলজাজিরা ও বিবিসির।
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জাড ডিরি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের অভিবাদন জানাতে মোটর শোভাযাত্রায় যোগ দেন এবং এর পরই আবার হাসপাতালে ফিরে গেছেন।
ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প মাস্ক পরে গাড়িতে বসে আছেন। হাত নাড়ছেন সমর্থকদের উদ্দেশে। করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িতে সিক্রেট সার্ভিসের লোকজনও ছিলেন।
ট্রাম্পকে হাসপাতালে নেয়ার পর থেকেই বাইরে রাস্তায় তার সমর্থকদের জড়ো হতে দেখা যায়। আমেরিকার পতাকা গায়ে জড়িয়ে, কেউ কেউ মাস্ক পরে এবং কেউ কেউ মাস্ক না পরে ডোনাল্ড ট্রাম্পের দ্রুত সেরে ওঠার জন্য স্লোগান দেন তার সমর্থকরা। পতাকা মোড়া গাড়ির বহর নিয়েও হাসপাতালসংলগ্ন এলাকায় একের পর এক মোটর শোভাযাত্রায় যোগ দেন তারা।
হাসপাতালের সামনে তার যেসব কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন, কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়ি নিয়ে তাদের দেখা দিয়েছেন ট্রাম্প।
তার অসুস্থতার খবরে হতাশ সমর্থকদের চমকে দিতে হাসপাতালের বাইরে আসবেন টুইটারে এমন ঘোষণা দেয়ার কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভেতর মাস্ক পরে হাসপাতালের বাইরে তার গাড়িবহরকে চক্কর দিতে দেখা যায়।
হাসপাতাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে বের হওয়ার বিষয়টিকে চিকিৎসকরা নিরাপদ হিসেবে জানানোর পর ট্রাম্প হাসপাতাল ছাড়েন বলেন নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
মহামারী নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনার মুখে পড়া এবং করোনা ‘তেমন কোনো ভাইরাস নয়’ বলে একসময় দাবি করা ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ভাইরাসটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। এখন সবাইকে তিনি সেটি জানাতে চান।
এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমি কোভিড সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমি সত্যিই এটি শিখেছি স্কুলে গিয়ে। এটিই আসল স্কুল। এটি বইপড়ার স্কুল নয়; আমার এটি হয়েছে এবং আমি বুঝতে পেরেছি। এটি একটি খুব মজার বিষয়– আমি আপনাদের এটি সম্পর্কে জানাব।’
এর আগে তার চিকিৎসক জানিয়েছেন, ক্রমশই ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তা ডা. শন কনলি বলেন, আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর দুবার প্রেসিডেন্টের দেহে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল এবং তাতে স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসন দেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি