সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
অনলাইন ডেস্ক : প্রাণঘাতি করোনা সংক্রমণ ঠেকাতে টানা প্রায় দুই মাস বন্ধ থাকার পর ঢাকা-লন্ডন-ঢাকা রুটে আগামী রোববার থেকে ফের যাত্রাবাহী ফ্লাইট চালু হচ্ছে।সম্পর্কিত খবর
এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন। তিনি জানা বলেন, রোববার থেকে সপ্তাহে একবার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
এ রুটে আগ্রহী ভ্রমণকারীদের ০১৭৭৭৭১৫৬১৩-১৬ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক রুতে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট চলাচল শুরু হয়। দ্বিতীয় আন্তর্জাতিক রুট হিসেবে খুলছে ঢাকা-লন্ডন ফ্লাইট। এভাবে ধারাবাহিকভাবে সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
করোনা সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রায় আড়াই মাস বন্ধ রাখার পর ১ জুন থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ৩৫টি নির্দেশনা জারি করে ফ্লাইট চালুর উদ্যোগ নেয় বেবিচক।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করা হলেও, পরে আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি