দুর্যোগ অধিদপ্তরের মহা পরিচালক এর সাথে কানাইঘাটের ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষাৎ

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩

দুর্যোগ অধিদপ্তরের মহা পরিচালক এর সাথে কানাইঘাটের ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক(অতিরিক্ত সচিব) জনাব মিজানুর রহমান সাহেবের সাথে কানাইঘাট উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এক স্বাক্ষাৎ অনুষ্টিত হয়। বুধবার বিকাল ০৩:০০ ঘটিকার সময় সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশের নেতৃত্বে তাদের এ স্বাক্ষাত অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং কানাইঘাট উপজেলার ৩ নং ইউপির চেয়ারমান আব্দুল মুমিন চৌধুরী, ৪নং ইউপির চেয়ারম্যান আবু তাইয়ীব,৫নং ইউপির চেয়ারম্যান মাস্টার আব্দুল মালিক,৭নং ইউপির চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন,৮নং ইউপির চেয়ারম্যান মাস্টার আবু বকর,৯নং ইউপির চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম।

এ সময় উপস্থিত চেয়ারম্যানবৃন্দ কানাইঘাটের উন্নয়ন নিয়ে বিশেষ করে কর্মসৃজন, টিআর, কাবিখা, কাবিটা, বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামত,ছোট ছোট ব্রীজ কালভার্ট নির্মাণ ইত্যাদি বিষয়ে কথা বলেন। এ সময় সচিব মহোদয় বলেন তিনি ও কানাইঘাটে কাজ করে গেছেন। কানাইঘাটের উন্নয়নে তিনি ও আন্তরিক।

তিনি বলেন বর্তমান সরকার দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।সে অনুযায়ী কানাইঘাটের এসব উন্নয়নে বিশেষ করে কর্মসৃজন,টিআর,কাবিখা,কাবিটা,বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামত,ছোট ছোট ব্রীজ কালভার্ট নির্মাণ ইত্যাদি বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।