বিশ্বনাথে ‘মানস’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইনর উদ্বোধন

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩

বিশ্বনাথে ‘মানস’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইনর উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ‘মানস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) শনিবার বিকেলে উপজেলা খাজাঞ্চি ইউনিয়নে ইয়াহইয়া কনভেশন সেন্টারে ওই মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় চেয়ারম্যান আরশ আলী গণি’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু সমর দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ‘মানস’র সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, মানস’র সিলেটের উপদেষ্ঠা মুহিবুর রহমান কিরণ, অ্যাভোকেট কল্যান চৌধুরী, জেলা আ’লীগ নেতা এইচএম ফিরোজ আলী।

এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক মেম্বার আমির আলী, আ’লীগ নেতা জালাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ সিদ্দিকুর রহমান, শিক্ষক সোহেল মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ নেতা শাহ আজিজুর রহমান ও আব্দুল হক।

এ সংক্রান্ত আরও সংবাদ