কোম্পানীগঞ্জে বাড়িতে একা পেয়ে শিশুকে ‘ধর্ষণ’, কিশোর গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

কোম্পানীগঞ্জে বাড়িতে একা পেয়ে শিশুকে ‘ধর্ষণ’, কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জে ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে পুলিশ এক কিশোর (১৬) কে গ্রেপ্তার করেছে।

গতকাল রবিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতালপাড় (বিলাজুর) গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। গ্রেপ্তার কিশোরের বাড়ি উপজেলার তেলিখাল ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলিখাল ইউনিয়নের একটি দরিদ্র পরিবারের ওই শিশুকন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ওই কিশোর। ধর্ষণের শিকার মেয়েটির বাবা দরিদ্র কৃষক। ওই রাতে নিজের অসুস্থ আরেক শিশুকন্যাকে নিয়ে চিকিৎসার জন্য স্ত্রীসহ গ্রাম্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেই সুযোগে পাশের বাড়ির বখাটে কিশোর মেয়েটিকে ধর্ষণ করে।

ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ও ওসি (তদন্ত) মজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চাতলপাড় গ্রাম থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।