সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০
নিজস্ব প্রতিনিধি :: সিলেটের ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই জনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
তারা হলেন, জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁয়ের নাসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও একই এলাকার তজম্মুল আলীর ছেলে মো. এখলাছ মিয়া (২০)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাদের রিমান্ডে মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নিলা।
এর আগে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা আসামিদের আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাইলে ২ দিনের মঞ্জুর করেন আদালত।
এর আগে রোববার (৪ অক্টোবর) ভোরে জসিম উদ্দিন (২২) কে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও মো. এখলাছ মিয়া (২০) কে সিলেটের শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
আদালতে বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এডভোকেট রঞ্জন ঘোষ ও এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
সিলেটটুডে টোয়েন্টিফোরকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর তাদের গ্রেপ্তার করলো পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি