রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মে ৯, ২০২৩

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা

প্রেস বিজ্ঞপ্তি ::

রবীন্দ্রনাথ পৃথিবীর নানা দেশ ভ্রমণ করলেও সিলেট ভ্রমণ তাঁর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সফর। সিলেট ভ্রমণ তাঁর মনোজীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিলো। সিলেট সফরকালে মণিপুরী নাচ ও শিল্পকর্মে মুগ্ধ করি পরবর্তী কালে শান্তিনিকেতনে মণিপুরি নাচ ও শিল্পকর্ম শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সিলেটবাসীও তার সফরের শতবর্ষপূতি জাঁকজমকের সাথে পালন করার মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত আলোচনাসভায় মুখ্য আলোচকের বক্তব্যে গল্পকার ও গবেষক সেলিম আউয়াল একথা বলেন।

কবি সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘আমাদের শহরে রবীন্দ্রনাথ এসেছিলেন’ শীর্ষক আলোচনায় অংশ নেন ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি আমিনুল ইসলাম, লেখক ও প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার। সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথির উপস্থাপনায় লেখা পাঠ করেন কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শামসাদ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, সাহিত্যকর্মী আবদুস শহিদ এবং রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিমান বিহারী বিশ^াস।

এ সংক্রান্ত আরও সংবাদ