সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩
গুচ্ছের সাড়ে ৯ হাজার আবেদনকারী শাবি কেন্দ্রে পরীক্ষা দিবেন: ভর্তি কমিটি
শাবি প্রতিনিধি
আগামী ২০ মে তৃতীয় বারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
এবার দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
গুচ্ছের ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ‘বি’ (মানবিক) ও ‘সি’ (ব্যবসায়) এই তিন ইউনিটে মোট আবেদনকারীর শিক্ষার্থীর সংখ্যা ৩লাখ ৩ হাজার ২৩১।
এর মধ্যে ‘এ’ ইউনিটে ১লাখ ৬৬ হাজার ৯৩৩ জন, ‘বি’ ইউনিটে ৯৬ হাজার ৪৩৪ এবং সি ইউনিটে ৩৯ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
মোট আবেদনকারীর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
সোমবার (১৫ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ে একটি একাডেমিক ভবনের সেমিনার কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন শাবির ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম।
এসময় আরও উপস্থিত ছিলেন- ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন সরকার।
ড. মো. মাহবুবুল হাকিম বলেন, এবার গুচ্ছের ‘বি’ ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষা দিবেন ২ হাজার ৫৬১ শিক্ষার্থী।
এরপর ২৭ মে ‘সি’ ইউনিটে ৯৪৪ শিক্ষার্থী এবং ৩ জুন ‘এ’ ইউনিটে ৬ হাজার ৩৯ জন শিক্ষার্থী অংশ নেবে।
ভর্তি পরীক্ষার সব ধরণের প্রস্তুতির কথা জানিয়ে অধ্যাপক ড. স্বপন কুমার সরকার বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা বিভিন্ন উপকমিটি গঠন করেছি। পরিবহণ, মিডিয়া, ভর্তিচ্ছুদের জন্য হটলাইন সেবাসহ বিভিন্ন সুযোগ সুবিধা এবার থাকছে।
এছাড়া ভর্তি পরীক্ষায় কোনো ধরণের জটিলতা তৈরি না হয় সেজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি