সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
খেলা ডেস্ক
প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে নাস্তানাবুদ হলো ইউক্রেন। লজ্জার স্মৃতি নিয়ে ফিরতে হলো তাদের।
বুধবার রাতে ইউক্রেনের জালে ৭ বার বল জড়িয়েছেন জিরু-এমবাপ্পেরা। এর মধ্যে একটি গোল আত্মঘাতী।
জবাবে একটি মাত্র শোধ করতে পেরেছে ইউক্রেন।
বুধবার রাতে স্তাদে দি ফ্রান্সে জোড়া গোল করেন অলিভার জিরু। তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে আর অভিজ্ঞ আঁতোয়া গ্রিজম্যান একটি করে গোল করেন।
শুরু থেকেই দাপুটে ম্যাচ খেলে ফ্রান্স। নবম মিনিটেই এদোয়ার্তো কামাভিঙ্গার গোলে লিড নেয় ফ্রান্স। এর পর ২৪ মিনিটের মাথায় নিজের প্রথম গোলটি করেন জিরু। ৩৩ মিনিটে গিয়ে জোড়া গোল পূর্ণ করেন জিরু।
স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ৩-০তে।
তিন গোল হজমের পর শোধ করা তো দূরের কথা উল্টো আত্মঘাতী গোল হয় ইউক্রেনের জালে।
এক হালি গোল হজম করে বিরতিতে যায় ইউক্রেন।
দ্বিতীয়ার্ধে নেমে ৫৩ মিনিটে সাফল্য পায় ইউক্রেন। ভিক্টর তাইশাঙ্কোভ ব্যবধান ৪-১ করেন। তবে ৬৫ মিনিটে ফের জ্বলে ওঠেন ফরাসিরা।
কোরেন্টিন তোলেসোর গোলে ব্যবধান আরও বেড়ে যায়।
৮২ মিনিটে কারিশমা দেখান এমবাপ্পে। ইউক্রেনের জালে তিনি বল জড়ালে ব্যবধান ৬-১ হয়। আর ৮৯ মিনিটে ইউক্রেনের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন গ্রিজম্যান। ৭-১ এর বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়েন বিশ্বচ্যাম্পিয়নরা।
ভিডিওতে ম্যাচের গোলগুলো দেখুন –
তথ্যসূত্র: গোল ডট কম
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি