করোনা : সিলেটে ১১ হাজার ছাড়ালো সুস্থতার সংখ্যা

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

করোনা : সিলেটে ১১ হাজার ছাড়ালো সুস্থতার সংখ্যা

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ জন। এদের মধ্যে সিলেট জেলার ৭, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারের ৪ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৮৪৫। এ মধ্যে সিলেট জেলায় ৬৯৯১, সুনামগঞ্জে ২৩৬২, হবিগঞ্জে ১৭৬৬ ও মৌলভীবাজার জেলায় ১৭২৬ জন।

অপরদিকে ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৯, সুনামগঞ্জে ২ ও হবিগঞ্জে ৪৩ জন। এই ১০৪ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১০৪৮ জন। এর মধ্যে সিলেটে ৫৭৪৫, সুনামগঞ্জে ২২৬১, হবিগঞ্জে ১৪৩৯ ও মৌলভীবাজারে ১৬০৩ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৭ জন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ৩ জন।

সিলেট বিভাগে গতকাল করোনায় মারা যাননি কেউ। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২২১। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬০, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ