দক্ষিণ সুনামগঞ্জে পাখিমারা হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

দক্ষিণ সুনামগঞ্জে পাখিমারা হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: “কোন মেস্তরী নাউ বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কী নায়। হকে সাবাশ সাবাশ হেইয়ো….” ঘন্টা, মন্দিারা আর ঢুলের তালে তালে এমন অসংখা সারি গানে মুখরিত হয় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাখিমারা হাওরের পার।

রঙবেরঙ এর সাঁজে সজ্জিত নৌকার বৌঠার সাথে হাওরের পানির মিতালী জানান দেয় গ্রাম বাংলার ঐতিহ্যের।

বুধবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জের পাখিমারা হাওরে গ্রামীন ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নাজমা বেগম। নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আশেপাশের গ্রামের ১২টি দৌঁড়ের নৌকা।

নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই পাখিমারা হাওরপাড়ে উপজেলার বিভিন্ন অঞ্চলের নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষ ভিড় করতে থাকে। অনেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে এ প্রতিযোগিতা উপভোগ করতে আসেন। এসময় দর্শনার্থীরা আনন্দ উল্লাস করে নেচে-গেয়ে নৌকাবাইচ উপভোগ করতে দেখা যায়।

গ্রাম বাংলার ঐতিহ্যের এমন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান দর্শনার্থীরা। আগামীতে এর ধারা অব্যাহত রাখতে সরকারি পৃষ্টপোষকতার দাবি জানিয়েছেন তারা।

প্রতিযোগিতায় মোট ১২টি নৌকা অংশ নেয়। এরমধ্যে জয়সিদ্ধি (উলারভিটা) গ্রামের মাসুক আলীর নৌকা প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় হাঁসকুড়ি গ্রামের আকরম আলীর নৌকা। এছাড়া তৃতীয় স্থান অর্জন করে পূর্ব বীরগাঁও ইউনিয়নের পশ্চিম গাংপাড়ের আলী হোসেনের নৌকা।

পরে আয়োজক নাজমা বেগম বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এছাড়া অংশগ্রহনকারী সব নৌকাকে সৌজন্য পুরষ্কার প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় প্রবীন ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম সিরন, সাবেক ইউপি সদস্য শহিবুর রহমান, আলী হাসান, শহিদ আহমদ ঝুনু, মামুনুর রশিদ, মাজেদুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।