সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
অনলাইন ডেস্ক
ভারতের ক্ষমতাসীন বিজেপির ‘নবান্ন চলো’ কর্মসূচিকে ঘিরে কলকাতায় দিনভর উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে কলকাতার একাংশ কার্যত রণক্ষেত্রে রূপ নেয়। মুহুর্মুহু টিয়ারশ্যালের পাশাপশি বিজেপি নেতাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এদিন দুপুর ১২টায় রাজ্য বিজেপির সদর দফতর থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। তাতে যোগ দিতে সকাল থেকেই উত্তর কলকাতা এবং আশেপাশের জেলা থেকে দলের সমর্থকরা এসে ভিড় করেন। বিজেপির দফতর সংলগ্ন ৬০০-৭০০ মিটার এলাকা বিজেপি সমর্থকদের দখলে চলে গিয়েছিল।
বিজেপির মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ায় আহত হয়েছেন কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, বিজেপির যুব মোর্চার সহ সভাপতি তাপস ঘোষ, সায়ন্তন বসু প্রমুখ।
এমনকি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ওপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
অন্যদিকে বিজেপি কর্মী–সমর্থকদের বিরুদ্ধেও অভিযোগ করেছে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে বোমবাজি, ইট–পাটকেল ছোঁড়া হয়েছে বলে জানিয়েছেন তারা। হাওড়া ময়দানে এক বিজেপি নেতার নিরাপত্তারক্ষীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি