সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
খেলা ডেস্ক :: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত সাবেক পাক ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি।
কিন্ত গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ভেসে বেড়াচ্ছে যে খবর, করোনার সঙ্গে পেরে উঠছেন না আফ্রিদি। শারীরিক অবস্থা গুরুতর।
বিষয়টি একেবারেই গুজব জানাতে নিজেই ফেসবুক লাইভে এসেছিলেন। সংক্ষিপ্ত লাইভবার্তায় বর্তমান শারীরিক পরিস্থিতির কথা জানান তিনি।
তিনি বেশ সুস্থ আছেন এবং খুব দ্রুতই সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেন।
কিন্তু এর পরও থেকে থাকেনি গুজবের সেই স্রোত। সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির শারীরিক অবস্থার অবন্তি ঘটছে জানিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে কেউ কেউ।
এমন খবরে অনেকটাই বিরক্ত আফ্রিদি।
তার সেই বিরক্তিভর মন্তব্য প্রকাশ করেছে ‘দ্য নিউজ’।
আফ্রিদি বলেছে, ‘আল্লাহ সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বাঁচাক। এমন গুজব কীভাবে ছড়িয়ে পড়ল বলতে পারব না। বিশ্বের নানা প্রান্ত থেকে ফোন ও বার্তায় আমার খোঁজ-খবর জানতে চাইছেন শুভাকাঙ্খীরা। সবাইকে বলছি, করোনাভাইরাস থেকে আমি সুস্থ হয়ে উঠছি এবং দ্রুতই নিজের সামাজিক কাজে ফিরব।’
করোনা মহামারীতে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে দুস্থ মানুষদের সাহায্য করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন আফ্রিদি। এমনটাই তার ভাই পাক গণমাধ্যমগুলোতে জানিয়েছেন।
এদিকে দ্রুত সুস্থ হয়ে ফের সামাজিক সেবায় নিয়োজিত হবেন বলে জানিয়েছেন আফ্রিদির।
এই সাবেক পাক অধিনায়ক বলেছেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর ব্যাথা ছাড়া সবচেয়ে খারাপ বিষয় হলো আমি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারছি না। সুস্থ হলেই সামাজিক কাজে ফিরতে চাই আমি।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি