‘সরকার দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে’

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

‘সরকার দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে’

‘সরকার দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে’

অনলাইন ডেস্ক

নদী ভাঙনে যে পরিমাণ প্রকল্প হাতে নিয়েছি, অতীতে কোন সরকারের আমলে তা নেয়া হয়নি। আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী করেছে, তাই এসব প্রকল্প হাতে নেয়া সম্ভব হয়েছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে নদী এখন শুষ্ক মৌসুমেও ভাঙ্গছে। আমরা পৃথিবীতে দুর্যোগপ্রবণ দেশের তালিকায় ৫ নম্বরে আছি। তাই প্রকৃতিগতভাবে আমরা সংকটের মধ্যে রয়েছি। তারপরও আমরা নদী ভাঙনের সকল প্রকল্প চলমান রেখেছি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে। না হলে উন্নয়নের গতি থেমে যাবে।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন