সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
খেলা ডেস্ক :: অলরাউন্ডার টাইগার মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাটিং ছাড়া আর সবই করেন ডান হাতে।
বোলিং ডান হাতে, ফিল্ডিংয়ে বল ছোড়েন ডান হাতে। ক্রিকেটের পর প্রিয় খেলা ব্যাটমিন্টনও খেলেন ডান হাতে।
আর এমন অদ্ভুত অভ্যাসের কারণে নাকি দলে নেয়া হতো না তাকে।
বৃহস্পতিবার রাতে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব লাইভে এসে এ কথাই জানালেন সাইফউদ্দিন।
তিনি বলেন, আমি লিখি ডান হাতে, ব্যাডমিন্টন খেলি ডান হাত দিয়ে। শুধু ওই ব্যাটিংটাই করি বাঁ হাতে। বাকি সব কাজ ডান হাতে করি। আর এ কারণেই ছোটবেলায় খেলায় আমাকে নেয়া হতো না।
তার জন্য বারবার ফিল্ডিং পজিশনের পরিবর্তন করতে হয় বলে তাকে নিতে আগ্রহী হতো না বন্ধুরা।
স্মৃতি রোমন্থন করে সাইফউদ্দিন বলেন, ‘২০০৩ সালের ঘটনা। আমি তখন খুব ছোট। আমার দাদার বাড়িতে থাকি। আমি বাঁ হাতে ব্যাট করতাম বলে পাড়ার বন্ধুরা আমাকে খেলায় নিত না। বলত বাঁ হাতে ফিল্ডারের পজিশন কে চেঞ্জ করবে? হয় তুই ডান হাতে ব্যাট কর, না হয় খেলতে পারবি না।’
তাকে না নেয়ার বাহানায় বন্ধুরা বলত, শুক্রবার বড়দের সঙ্গে খেলিস। সেদিন মানুষ বেশি হয়।
সাইফুদ্দিন বলেন, যদিও অনেক পীড়াপীড়ির পর আমাকে নিত, তখন বোলিং করতে দেয়া হতো না। আমি আমার বন্ধুদের চেয়ে বেশ জোরে বল করতাম। তাই বন্ধুরা বোলিংও করতে দিতে চাইত না।
শুক্রবার বড়দের দলে জায়গা পেলে বাঁ হাতে ব্যাট করার সুযোগ মিলত বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি