সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
অনলাইন ডেস্ক
নাগারনো-কারাবাখে যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো আলোচনায় বসতে রাজি হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান।
শুক্রবার রাশিয়া এমন তথ্য দিয়েছে। তবে দুদেশের মধ্যে তীব্র লড়াই প্রশমনের কোনো আভাস দেখা যাচ্ছে না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুদেশের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকের তথ্য নিশ্চিত করে বলেছে, দুই দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা মস্কোয় আলোচনায় যোগ দিচ্ছেন।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন তারা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারভ বলেন, আলোচনায় অংশ নেয়ার কথা নিশ্চিত করেছে বাকু ও ইরেভেন। এ সংক্রান্ত প্রস্তুতি চলছে।
তবে বৃহস্পতিবার রাত থেকে দুই দেশের মধ্যে তীব্র লড়াই অব্যাহত আছে। আর্মেনিয়া ও আজারবাইজানের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
নাগোরনো-কারবাখ এলাকাটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃত হলেও আর্মেনীয় জাতিগোষ্ঠী এটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
গত কয়েক দশক ধরে এই দুই পক্ষের মধ্যে কোনো ধরনের সংঘাত বা ঝামেলা বাধলে ফ্রান্স, রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি