সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে কোভিড-১৯ আক্রান্ত রোগী সংখ্যা ৩ হাজারের কাছাকাছি। ইতোমধ্যে সিলেট বিভাগের সবকটি উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ জন। শুক্রবার সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে এ মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৯১ জন। আর মৃতের সংখ্যা ৫৬ জন।
শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান নিশ্চিত করেছে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় সিলেট বিভাগ, সিলেট।
বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে সিলেট জেলা। জেলাটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হাওর অঞ্চল সুনামগঞ্জ। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৫৭ জন এবং মৃত্যু হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৪জনের।
এছাড়া তৃতীয় অবস্থানে থাকা হবিগঞ্জে আক্রান্ত হয়েছেন ২৬৫ জন, এর বিপরীতে মৃত্যু হয়েছে মাত্র ৪ জনের।
আর আক্রান্তের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে সিলেটের পর্যটন অধ্যুষিত অঞ্চল মৌলভীবাজার। জেলাটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৮ জন। এদের মধ্যে ৬৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৪ জন ও মৌলভীবাজারে ২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনরত রোগীর সংখ্যা ৫৮। যাদের ৩৩ জন সিলেটের, ১৪ জন সুনামগঞ্জের ও ১১ জন মৌলভীবাজারের বাসিন্দা। এদিকে একইসময়ে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র প্রাপ্তের সংখ্যা ৪৫। যাদের মধ্যে ৮ জন সিলেটের, সুনামগঞ্জের ৩৫ জন ও মৌলভীবাজারের ২ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি