নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলকে সিলেট প্রেসক্লাবের অভিনন্দন

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলকে সিলেট প্রেসক্লাবের অভিনন্দন

বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক অভিনন্দন বার্তায় বলেন, এ এম আমিন উদ্দিন একজন প্রাজ্ঞ আইনজীবী। আইন পেশায় তাঁর সুনাম সর্বজনবিদিত। তিনি তাঁর মেধা ও প্রজ্ঞা দিয়ে আইন অঙ্গনকে আলোকিত করেছেন। সিলেটের শতাধিক বছরের সাংবাদিকবতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের ঐতিহ্য সুরক্ষায় একজন আইনজীবী হিসেবে তাঁর ভূমিকা ও অবদান অতুলনীয় ছিল।
আমরা এই খ্যাতিমান আইনজীবীর সর্বাত্মক সাফল্য কামনা করছি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তিনি তাঁর মেধা ও প্রজ্ঞার মাধ্যমে বিচারালয়ে অনন্য নজির স্থাপন করবেন বলে আমরা বিশ্বাস করি। বিজ্ঞপ্তি