সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩
বিশ্বনাথে ফ্লাড আপিলের টাকায় নির্মাণ হল বিধবার ঘর
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে অবস্থানরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের উদ্যোগে ‘ফ্লাড আপিল ২০২২’র উদ্বৃত ২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে বিশ্বনাথ পৌর এলাকার সত্তিশ গ্রামের বিধবা ছালিমা বেগমের গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।
শনিবার (২৭ মে) বিকেল বিশ্বনাথ এইড ইউকে সহযোগীতায় সংগৃহিত ‘ফ্লাড আপিলের অর্থ’ ও বিশ্বনাথ প্রেস ক্লাবের মাধ্যমে গৃহনির্মাণ প্রকল্প-১’র নির্মাণাধীন গৃহের চাবি অনুষ্ঠানিভাবে হস্তান্তর করা হয়।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক।
তিনি তার বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা নাড়ীর টানে সব সময় মানব কল্যাণে কাজ করে মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। মানুষের কল্যাণে কাজ করে প্রসংশিত হচ্ছেন প্রবাসীরা। প্রবাসীদের সকল মৎহ কাজে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগীতা করা অব্যাহত রাখতে হবে।
বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল কাইয়ুম, যুক্তরাজ্য প্রবাসী মোহাব্বত শেখ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য রুহেল আহমদ কালু, রমজান আলী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়েরসহ স্থানীয় এলাকার লোকজন।
উল্লেখ্য, ২০২২ সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিশ্বনাথে অনেক মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সরকারের পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন প্রবাসীরা। মানুষের কথা চিন্তা করে ব্রিটেনে ‘ফ্লাড আপিল ২০২২’ নামে আপিল করা হয়। সেই আপিলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন প্রবাসীরা। প্রাণ খোলে প্রবাসীরা বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে সহযোগিতা করেন। ৮টি ইউনিয়নে ৪ লাখ টাকা করে ৩২ লাখ টাকা বিতরণ করা হয়। ফান্ডের উদ্বৃত ছিল ৪ লাখ টাকা। সেই উদ্বৃত টাকা দিয়ে সত্তিশ গ্রামের এক বিধবার গৃহ নির্মাণ করে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি