সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩
আদর্শ ছাত্রসমাজ গড়তে রাসূল (সা.) এর অনুসরণের কোনো বিকল্প নেই
: মাহবুবুর রহমান ফরহাদ
হাসান, ছাতক প্রতিনিধি::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, যেকোনো জাতির আগামী দিনের কর্ণধার হলো ছাত্রসমাজ। তারাই দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। দেশকে এগিয়ে নিতে হলে সুনাগরিকের প্রয়োজন। তাই ছাত্রসমাজকে যদি দেশপ্রেম, সততা ও ইসলামী তাহযীব-তামাদ্দুন শিক্ষা দেওয়া যায় তাহলে আগামীতে সুনাগরিকে ভরে উঠবে দেশ। আর তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে সেই কথাই বলে। দেশপ্রেমিক, সৎ ও যোগ্য মানুষ গড়তে অন্য কোনো আদর্শ আমদানি করতে হবে না। আমাদের প্রিয়নবীর আদর্শ অনুশীলনেই এমন যোগ্য ও সুনাগরিক গড়ে তুলা সম্ভব। তাই আদর্শ ছাত্রসমাজ গড়তে রাসূল (সা.) এর অনুসরণের কোনো বিকল্প নেই।
৩ জুন, শনিবার, উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলা আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি তারেক আহমদ রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার আহমদ চৌধুরী’র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, ছাতক দক্ষিণ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আবু হানিফা, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তাওহিদুল হক, পালপুর জালালিয়া আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা শাহাবুদ্দিন সালেহী, এমসি কলেজ তালামীযের সাবেক সহ-সভাপতি ফেরদৌস খান, উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু ও সুনামগঞ্জ জেলা তালামীযের সদস্য মো. আব্দুল কুদ্দুস।
এছাড়াও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোলারবাজার ইউনিয়ন আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সদস্য- মাওলানা শাহাদাত হোসেন, উপজেলা তালামীযের সাবেক দায়িত্বশীল মুজাহিদ আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ছাতক (দক্ষিণ) উপজেলা তালামীযের সহ-সভাপতি বেলাল আহমদ, হাসান মাহবুব, হুছামুদ্দীন জামিল, সহ-সাধারণ সম্পাদক সায়েম মিয়া, জুলফিকার আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ নুমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম কাওসার, সহ-প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক আল আমিন, সহ-অফিস সম্পাদক আতা উল্লাহ, আফিজ মিয়া, প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন ত্বাহা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাবেদ আহমদ, সদস্য সালাহ উদ্দিন, উমর আলী, মালেক উদ্দিন, এম শাহের আলম, কামরান হোসেন, রাফি উদ্দিন ইসহাক, আবু তাহের সুজাদ, হাবিবুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি