সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
কানাইঘাট প্রতিনিধি:: সিলেট জেলা আওয়ামীলীগের ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সাবেক সিলেট সিটি’র মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে কানাইঘাটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানের নির্দেশে শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর উপজেলার সাতবাঁক ইউপি কমপ্লেক্স জামে মসজিদে সাতবাঁক ইউপি আওয়ামী লীগ ও ইউপি পরিষদের যৌথ উদ্যেগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় সাতবাঁক ইউপি আওয়ামী লীগের সভাপতি মখদ্দুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতবাঁক ইউপি’র সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউপির চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুন নুর মেম্বার, ইউপি সদস্য সাব্বির আহমদ, রইছ উদ্দিন, হেলাল উদ্দিন মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকসর আহমদ প্রমূখ।
এ সময় প্রধান অতিথি মস্তাক আহমদ পলাশ সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বলেন, বদর উদ্দিন কামরান আজ আর আমাদের মাঝে নেই কিন্তু সিলেটের প্রতিটি ধুলো বালুর সাথে মিশে আছে উনার মৃতুঞ্জয় স্মৃতি। পরে সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সাবেক সিলেট সিটি’র মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাতবাঁক ইউপি কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি